সময় জার্নাল ডেস্ক:
একজন বাবা তার সন্তানদের বিদায় জানাচ্ছেন।
রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেনের অগনীত মানুষ ও পরিবার শরণার্থী হয়ে গেছে। তারা পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে অসংখ্য শিশু রয়েছে। খবর প্রকাশ করেছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিসেফের একজন মুখপাত্র জেমস এল্ডার বলেছেন, ‘প্রায় এক মাস আগে এই যুদ্ধ শুরু হয়েছে। এরপর থেকে প্রতি সেকেন্ডে একজন ইউক্রেনীয় শিশু শরণার্থী হয়ে যাচ্ছে। প্রতি মিনিটে এ সংখ্যাটা ৫৫ জন।’ পশ্চিম ইউক্রেনের লভিভ শহর থেকে আলজাজিরাকে তিনি এসব কথা বলেন।
জেমস এল্ডার আরও বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে একটি শিশু সম্ভবত তাদের বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যা পরিবার বিচ্ছিন্ন হওয়াই। একটি শিশু … যে এক মাস আগে স্কুলে যাচ্ছিল। কিন্তু এখন তাদের জীবন উল্টে গেছে। এ ঘটনা নির্যাতনমূলক।’