আন্তর্জাতিক ডেস্ক:
গত বুধবার রুশ হামলার কবলে পড়ে ইউক্রেনের শহর মারিউপোলের একটি থিয়েটার। সেখানে অবস্থান করছিলো কয়েকশো বেসামরিক নাগরিক। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
আশ্রয় নেওয়াদের একজন ২৭ বছর বয়সী মারিয়া রেডিওনোভা। পেশায় তিনি একজন শিক্ষক। রুশ হামলা থেকে নিজেকে রক্ষা করতে ৯ তলা আবাসিক ভবন ছেড়ে আশ্রয় নিয়েছেন থিয়েটারে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত ১০ দিন ধরে মারিয়া ও শতাধিক মানুষ ওই থিয়েটারে অবস্থান করছেন। সেদিনের হামলার সময় মারিয়া উপস্থিত ছিলেন। ঘটনার বর্ণনাও দিয়েছেন তিনি।
মারিয়া জানান, ওইদিন সকালে আমি আমার কুকুরের জন্য খাবার আনি। তারপর মনে হলো আমার কুকুরগুলো কোনো পানি পান করেনি। থিয়েটারের সামনের দিকে সবাই গরম পানির লাইনে দাড়িয়ে ছিলো। আমি ওই লাইনের কাছে যেতেই বোমা এসে বিস্ফোরিত হলো।
তিনি জানান, বিকট শব্দে সবাই আতঙ্কে পড়ে যায়। সবকিছু যেন ভেঙ্গে পড়ছিলো। এসময় একজন লোক আমাকে ধাক্কা দিয়ে ওয়ালের দিকে নিয়ে গেলো। তিনি তার শরীর দিয়ে আমাকে রক্ষা করার চেষ্টা করেছেন।
মারিয়া আরও জানান, বিস্ফোরণটি এতোই বিকট ছিলো যে, আমার কান ব্যথা করছিলো। মনে হচ্ছিল আমার কানের পর্দা ফেটে গেছে। বিস্ফোরণটি এতোই শক্তিশালী ছিলো যে, আমি দেখলাম এক লোক উড়ে গিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খেল। তার মুখ ভাঙ্গা দ্বারা আবৃত। এসময় এক নারী তাদের সাহায্য করার জন্য এগিয়ে যায়। দেখলাম যে, ওই নারীও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
এমআই