নতুন প্রেমে হয়েছি মশগুল
- শেখ ফাহমিদা নাজনীন
মানুষ, তুমি হৃৎকমলে যতই আঘাত দাও,
নতুন প্রেমে পাল তুলেছি রঙিন সুতোর নাও।
রঙিন সুতো আকাশ ফুঁড়ে ঊর্ধমুখী হয়ে,
নিত্য আমায় যুক্ত করে আলোর স্রোতে ধুয়ে।
আলোর সে স্রোত, পঙ্কিলতায় আছড়ে ফেলে ত্রুটি,
আছড়ে ফেলে অবাধ্য ভুল, ক্ষুদ্রমনা ক্রুটি।
ক্ষুদ্র মনে, সংগোপনে, সম্পত্তি ভেবে,
স্বার্থ ফাঁদে জড়িয়ে ছিলে কি জানি, সে কবে?
আমিও ছিলাম অন্ধ অতি, তোমার ছলে ডুবে,
ভুলেই গেছি কতটা দিন সূর্য ওঠে পূবে।
কতটা মাস, কতো বছর, যুগ করেছি পার,
মানুষ, শুধু তুমিই ছিলে কণ্ঠ মনিহার।
তোমায় ঘিরে প্রেমানুরাগ যৌবনে ভরপুর,
তুমিই ছিলে ভোরের শিশির, ঝলসানো রোদ্দুর।
আজীবনের শক্তি, সাহস, বুদ্ধিমত্তা নিয়ে,
সম্পর্কের জাল বুনেছি উন্মাদনা দিয়ে।
উজাড় করে, উদার স্বরে, আত্মসমর্পণে,
বিলিয়ে গেছি সময়টুকু, অকার্য বাঁধনে।
হঠাৎ দেখি, অবাক হয়ে, নিজের পানে চেয়ে,
অতৃৃপ্তির এক সুক্ষ বিলাস অন্তঃকরণ বেয়ে।
এক ঝটকায় গুছিয়ে নিলাম, মুছিয়ে দিলাম ভুল,
মানুষ, আমি নতুন প্রেমে হয়েছি মশগুল।
অমর সে প্রেম শক্ত অতি, ভক্তি দিয়ে বাঁধা,
জীবন-মৃত্যু নিবেদনে, সত্য দিয়ে সাধা।
অপূর্ব প্রেম, পৌঁছে দেবে ফিরদাউসের বনে,
পৌঁছে দেবে মহান প্রেমিক, রবের সন্নিধানে।
শেখ ফাহমিদা নাজনীন
৭ মার্চ ২০২২।