সেলিম আহমদ তালুকদার, সুনামগঞ্জ : কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বোর ধান কর্তনের উদ্ধোধন করেছেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্তমা গ্রাম সংলগ্ন দেখার হাওরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধান কাটার উদ্ধোধন করেন।
চলতি বছরে সুনামগঞ্জে আবাদ করা হয়েছে ২ লক্ষ ২৩ হাজার ৩৩০ হেক্টর জমিতে সম্ভাব্য উৎপাদন নির্ধারন করা হয়েছে ৮ লক্ষ ৯৯ হাজার ৪৬৩ মেঃ টন। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বোর ধান কাটার উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক আসাদুল্লাহ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সচিব হাসানুজ্জামান কল্লোল, স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসার অধিদপ্তর সুনামগঞ্জ এর উপ-পরিচালক ফরিদুল হাসান, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম প্রমুখ।
সময় জার্নাল/ইম