মো: ইমদাদ উল্ল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশিষ্ট আওয়ামীলীগ নেতা, শিল্পপতি ও সমাজ সেবক এম তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিমের নেতৃত্বে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
শনিবার বিকেলে পৌর বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এরআগে ট্রেনিং সেন্টার থেকে নেতাকমীরা মৌন মিছিল নিয়ে সেখানে উপস্থিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক প্রকাশনা সম্পাদক ও আ’লীগ নেতা খন্দকার শরীফ, আ’লীগ নেতা নাসির চৌধুরী, যুবলীগ নেতা জিয়াউর রহমান খাঁন নয়ন ও গিয়াস উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে আ’লীগ নেতা তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একটি স্বাধীন দেশের গৌরব অর্জন করতে পেরেছে। বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসের মহামানব। মহামানব সবসময় জন্ম হয় না। গত শতাব্দীতে বঙ্গবন্ধুই ছিলেন বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ নেতা। আমরা জাতি হিসেবে তার মতো নেতা পেয়ে সৌভাগ্যবান হয়েছি। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সক্ষম হয়েছেন।
এমআই