সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

শেখ ফাহমিদা নাজনীন এর কবিতা ‘আজ অথবা আগামীর প্রাণ স্পন্দন’

শনিবার, মার্চ ২৬, ২০২২
শেখ ফাহমিদা নাজনীন এর কবিতা ‘আজ অথবা আগামীর প্রাণ স্পন্দন’

আজ অথবা আগামীর প্রাণ স্পন্দন 

                            - শেখ ফাহমিদা নাজনীন


প্রশস্ত টেবিলের এককোণে পড়ে আছে সবুজ মলাটবদ্ধ বইটি।

সবুজ মলাটের পরে সোনালী হরফে লেখা,

পৃথিবীর আদি ও অকৃত্রিম ভাষণ। 

তার পাতায় পাতায় লিপিবদ্ধ আছে ছন্দবদ্ধ কতো শব্দাবলী।

পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে

ধ্বংসপ্রাপ্ত শেষ চিহ্নটি অব্দি,

কতো সুনিপুণ, সাংকেতিক মূর্ছনায়,

সুসজ্জিত এক অনুপম কথামালা।

তার পাতায় পাতায় কতো প্রেম, কতো বিরহের দুঃসহ গল্প,

যেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস।

আকণ্ঠ প্রেমগাথা সেই সত্তার সাথে,

যে কখনো বেদনা দিতে পারেনা,

প্রেমাতুর হৃদয়ের গভীর প্রকোষ্ঠেও।

এ যেন এক দুর্বিনীত বাণী,

জ্বালাময়ী তাণ্ডবে ছিন্নভিন্ন করে দিতে পারে

অজস্র অহমিকা, ক্রোধ আর মিথ্যার অবগুণ্ঠন।

শুধু একবার যদি কেউ উচ্চারণ করে,

তোমরা যার ইবাদত করো, আমি তাকে মানিনা।

আমি তাঁকেই মানি, যাঁকে ভাগ করা যায়না।

তবে আকাশ ফুঁড়ে, সপ্ত আসমান ভেদ করে,

সমগ্র পৃথিবীব্যাপী বিস্তৃত হয়ে যাবে

তার সুশোভিত ব্যাক্তিত্বের সীমাহীন প্রকাশ।

অথচ এই প্রভাবশালী ঝংকার,

বইটির পাতায় পাতায় যেন অনুরণিত হয়ে চলেছে অবিরাম।

কতো শতাব্দীর ধুলো উড়ে এসে প্রলেপ পড়ে আছে,

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান সবুজ মলাটবদ্ধ বইটির সোনালী হরফের পরে।

বইটি তক্ষুনি টেনে নিয়ে যাবে এক রাজ দরবারে,

প্রতাপশালী সম্রাট নাজ্জাশীর সম্মুখে,

নিজেকে আবিষ্কার করবে তুমি জাফর বিন আবু তালিবের সাহসী সঙ্গী হয়ে।

তুমি অথবা তোমার সন্তান,

আজ অথবা আগামীর প্রাণ স্পন্দন,

আলগোছে তুলে নাও বইটি,

নরম রুমাল দিয়ে মুছে ফেলো ধুলোর আস্তরণ।

তারপর -

খুলে দেখো সূর্যালোকে।

পৃথিবীর সমস্ত আলোকরশ্মিকে ম্লান করে দিয়ে,

তোমার অন্ধকার কুঠুরিতে জ্বলে উঠবে অপার্থিব আলো।

বেদনার পাল তোলা দুঃসহ দিনে,

তুমি তো এ আলোয় খুঁজেছিলে এতদিন।


শেখ ফাহমিদা নাজনীন

৬ মার্চ ২০২২।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল