মুরাদ ইমাম কবির, হিলি : হিলিতে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে হিলি কাস্টমসের ডিপুটি কমিশনার সাইদুল আলম।
বৃহস্পতিবার বেলা ১১টায় ডিপুটি কমিশনারের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের মাছে এসব মাস্ক বিতরণ করা হয়।
এসময় হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি টিভি রিপোর্টার ইউনিটির সভাপতি হালিম
আল রাজিসহ হিলিতে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
হিলি কাস্টমসের ডিপুটি কমিশনার সাইদুল আলম জানান, দ্বিতীয় পর্যায়ে দেশে করোনার প্রকপ বেড়ে যাওয়ায় সংক্রমণ প্রতিরোধে বন্দর সংশ্লিষ্টদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক
ব্যবহারে সকলকে উৎসাহী করে তুলতে সকলের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে এই মাস্ক বিতরণ করা হয়েছে।
তিনি জানান বন্দর ও কাস্টমস সংশ্লিষ্ট পানামা হিলি পোর্টের সকল কর্মকর্তা-কর্মচারী, লেবার শ্রমিক, সিএন্ডএফ এজেন্ট, ভারতীয় কাস্টমস, চেকপোষ্ট গেটে কর্মরত বিজিবি সদস্যসহ প্রায় ১ হাজার জনের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে।
সময় জার্নাল/এমআই