সময় জার্নাল প্রতিবেদক : সোমবার ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে ভাসানী অনুসারী সংগঠনের মহাসচিব মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
২৭ মার্চ রোববার বিকেল ৫ টা হতে ৬ টা পর্যন্ত পুরানো পল্টন থেকে বিজয়নগর কালভার্ট রোড হয়ে পুনরায় পুরানো পল্টন এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, অটোরিকশা শ্রমিক নেতা মোজাম্মেল হক মাষ্টার প্রমূখ।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে সংগঠনের মহাসচিব মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। আর সরকার রাস্তায় নামেমাত্র টিসিবি দিয়ে দেশের জনগনকে নিয়ে উপহাস করছে। আমাদের দাবী স্বল্প মূল্যে ২ কোটি পরিবারকে ১ বছরের জন্য রেশন দিতে হবে। দেশে যারা সরকারি দল করে তারা ভাল আছে। মানুষের সম্পদ লুণ্ঠন করে বিদেশে বেগমপাড়া তৈরী করে চলেছেন।
তিনি আরো বলেন , বর্তমান সরকারের আমলে সবকিছুর দাম বাড়ছে শুধু মানুষের জীবনের মূল্য কমেছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে মানুষের জীবনযাত্রা তত বেশি নাভিশ্বাস হয়ে উঠবে। এ হরতাল কর্মসূচি দেশের সর্বস্তরের মানুষের জন্য। তাই আসুন সবাই হরতালকে সমর্থন করেন আর সরকারকে না বলেন।
গত ১৫ মার্চ ভাসানী অনুসারী পরিষদসহ বামজোট উক্ত হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
সময় জার্নাল/ইএইচ