আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পরবর্তী ধাপের আলোচনা তুরস্কে অনুষ্ঠিত হবে। সোমবার থেকে এই ধাপের আলোচনা শুরু হবে। রোববার ডেভিড আরাখামিয়া নামে ইউক্রেনের এক আলোচক এই তথ্য জানিয়েছেন।
ডেভিড আরাখামিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান, সোমবার থেকে বুধবার পর্যন্ত এই আলোচনা অনুষ্ঠিত হবে। রোববার এই খবর প্রকাশ করেছে বিবিসি।
এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার পর এই পর্যন্ত দেশ দুটির মধ্যে যত আলোচনা হয়েছে সেগুলো ‘খুবই কাটখোট্টা’ ছিল বলে মন্তব্য করেছে ইউক্রেন।
দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে প্রথম ধাপের আলোচনা বেলারুশে অনুষ্ঠিত হয়েছে। দেশটি রাশিয়ার মিত্র। তবে তুরস্কও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছিল।
চলতি মাসের শুরুতে তুর্কী পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তুরস্কের আন্তালিয়ায় বৈঠক করেছিলেন। ধারণা করা হচ্ছে, সেই বৈঠকের ধারাবাহিকতাই তুরস্কে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সময় জার্নাল/ইএইচ