মো: মঈন উদ্দিন রায়হান : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অটো চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতায়ের ঘটনা ঘটেছে। নিহত অটো চালকের নাম নাজমুল ইসলাম (২৬)। সে ভালুকজান গ্রামে হেলাল উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর দুইটার দিকে ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের টানপাড়া এলাকায় পাঁকা সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় বাক্তা বাজার থেকে তিন ছিনতাইকারী যাত্রীসেজে রাঙ্গামাটিয়া দিয়ে সন্তোষপুর বানর দেখতে যাওয়ার জন্য রিজার্ভ নেয়। রাঙ্গামাটিয়া বাজারের একটু পশ্চিমে টানপাড়া নামক স্থানে পৌঁছলে অটো ছিনতাই করার চেষ্টা করে। তাতে বাঁধা দেওয়ায় ছিনতাইকারীদের সাথে থাকা চাকু দিয়ে গলায় জবেহ করে অটো নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ সময় স্থানীয় ভ্যান চালক চান মিয়া ভ্যান নিয়ে যাওয়ার পথে নাজমুল বাঁচাও বলে চিৎকার করে ভ্যানে উঠে পড়ে। পরে রাঙ্গামাটিয়া বাজারে আনতে আনতে অটো চালকের মৃত্যু হয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া দিলে রাঙ্গামাটিয়া ইউনিয়নের বুড়ার বাজার নামক স্থানে অটো ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করে।
ফুলবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোর্শেদুল হাসান খান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অটোগাড়ি ছিনতাই করতেই চালককে গলাকেটে হত্যা করা হয়েছে। অটোগাড়িটি উদ্ধার করা হয়েছে।
সময় জার্নাল/ইম