সময় জার্নাল ডেস্ক:
যারা ইউরোপীয়ান ফুটবলের নিয়মিত খোঁজখবর রাখেন, তারা সবাই কেইলর নাভাসকে এক নামে চেনেন। একটা সময় রিয়াল মাদ্রিদের অতন্দ্রপ্রহরী হয়ে ক্লাবটিকে অসংখ্য শিরোপা জিতিয়েছেন। এরপর পাড়ি জমান পিএসজিতে। সেখানে এখন মেসি-নেইমারদের সঙ্গী তিনি।
কোস্টারিকান এই গোলকিপার থাকেন প্যারিসের এক বিলাসবহুল বাড়িতে। সেখানে এবার ইউক্রেনের শরণার্থীদের আশ্রয় দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন নাভাস। জানা গেছে, নিজের ঘরে ৩০ জন শরণার্থীকে আশ্রয় দিয়েছেন এই ফুটবল তারকা।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, বার্সেলোনার রাশিয়ার জিপসিদের একটি সংগঠন পোল্যান্ডের ক্রাকোতে গিয়ে ইউক্রেনীয় শরণার্থীদের খাবার ও আশ্রয় দেওয়ার পরিকল্পনা করছে। সেটি জানার পর ৩০ জন শরণার্থীকে নিজ বাসায় আশ্রয় দেওয়ার আগ্রহ জানিয়েছেন নাভাস ও তার স্ত্রী আন্দ্রেয়া সালাস। সে জন্য ৩০টি বিছানাও কিনেছেন তিনি। আন্দ্রেয়া সালাস শরণার্থীদের খাবার রান্না করে খাওয়াচ্ছেন ও তাদের পোশাকও কিনে দিয়েছেন।