এম, পলাশ শরীফ, বাগেরহাটঃ
বাগেরহাটের রামপালের গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা এলাকায় ইস্রাফিলের বসতবাড়ির পুকুরে একটি কুমিরটি পাওয়া গেছে।এই পুকুর কৈচোর খালের সাথে সংযোগ রয়েছে।
মঙ্গলবার সকাল পুকুরে ওজু করতে গিয়ে দেখেন পুকুরে ভেসে আছে কুমিরটি। তখন এলাকার লোকজন জাল দিয়ে ধরে করমজল ফরেষ্ট অফিসার আজাদ কবিরকে খবর দেন। পরে তারা এসে নিয়ে জান।
কুমিরটি ৯ ফুট লম্ব। ১০ থেকে ১৫ বছর বয়স হতে পারে।
লোনা পানির কুমির এটি বলে সুন্দরবন বিভাগের করমজল কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান। কুমিরটিকে সুন্দরবনের করমজল কুমির পজ কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমআই