মোঃ ইমরান মাহমুদ জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহে সিএনজি, অটোরিকশা ও থ্রি হুইলার চালকদের ট্রাফিক আইন বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলার ১৫০ জন চালক এতে অংশগ্রহণ করেন।
বুধবার (৩০ মার্চ) মির্জা আজম অডিটোরিয়াম ২য় তলা হলরুমে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেটিভ এজেন্সি (JICA) সহযোগিতায় মেলান্দহ উপজেলা পরিষদ এর আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ ইউনুছ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার প্রমুখ।
চালকদের উদ্দেশ্যে ট্রাফিক আইন বিষয়ক দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম।
এমআই