এহসান রানা, ফরিদপুর :
পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারাদেশে এক কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ এর মাধ্যমে পণ্য সামগ্রী বিতরণ করছে সরকার।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় ফরিদপুরের নগরকান্দায়ও টিসিবি’র খাদ্যসামগ্রী বিক্রি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ ) নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়েছে।
সম্পুর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিতরণে তদারকি করছেন বানিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব রফিকুল ইসলাম, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন। সে সময় সাথে ছিলেন, ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম।
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মোট ৮ হাজার ২০৭ টি পরিবারের মাঝে টিসিবি’র কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এ উপজেলায় মোট ৬ জন ডিলারের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে টিসিবির এসকল পণ্য বিক্রি করা হচ্ছে।
উল্লেখ্য, একজন সুবিধাভোগী, প্রতি কেজি ৫৫ টাকা দামে দুই কেজি চিনি, ৬৫ টাকা করে দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দামে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। তবে দাম কম থাকায় পণ্য তালিকায় ছিলো না পেয়াজ।
এমআই