নিজস্ব প্রতিবেদক:
গৃহকর্মীদের পেশাকে যাথাযথ মর্যাদা ও স্বীকৃতিদানের আহ্বান জানিয়ে শেষ হল 'গৃহকর্মী পেশায় প্রতিবন্ধকতা ও সম্ভাবনা' বিষয়ক সেমিনার। তাদের সুরক্ষা, অধিকার ও মর্যাদাদানে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এই আহ্বান জানানো হয়।
বুধবার বিকালে বানানীর গোল্ডেন টিউলিপ হোটেলে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষ্যে এই সেমিনার আয়োজন করে রেডিও স্বাধীন ৯২.৪ এফএম। এর সহযোগিতায় ছিল অক্সফাম ও সুনীতি প্রকল্প।
সেমিনারে নারী গৃহকর্মীদের চলমান জীবনের গল্প, বারোয়ারী বিতর্ক, মুক্ত আলোচনা, পুরষ্কার ও সম্মাননা প্রদান এবং উৎসাহ মূলক গানের আয়োজন করা হয়।
মুক্ত আলোচনা সভায় অনলাইনে যুক্ত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো: আনোয়ার হোসেন হাওলাদার ও অক্সফামের কান্ট্রি ডিরেক্টর আশীষ ডামলে। সেমিনারে আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. শেখ মুসলিমা মুন, অক্সফামের হেড অব জেন্ডার জাস্টিস এন্ড স্যোসাল ইনক্লুশন মাহমুদা সুলতানা, অভিনেতা ইরেশ যাকের প্রমুখ। এছাড়া উৎসাহমূলক গান পরিবেশনায় অংশ নেন সঙ্গীত শিল্পী চেতনা রহমান ভাষা ও আকাশ গায়েন।
সেমিনারে উপস্থিত শ্রোতা, দর্শক, সাংবাদিক ও অতিথিরা গৃহকর্মীদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রদানে ভবিষ্যত করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সবশেষে নারী গৃহকর্মীর জন্য উপযুক্ত সম্মান প্রদান ও নিরাপদ কর্ম পরিবেশ গড়ার প্রত্যয় নিয়ে সেমিনারটি শেষ হয়।
উল্লেখ্য, নারী দিবস উপলক্ষ্যে অনানুষ্ঠানিক কাজে যুক্ত নারী ও কিশোরীদের সুরক্ষা, অধিকার ও মর্যাদাদানে সচেতনতা তৈরির উদ্দেশ্যে সাত দিনব্যাপী প্রচারণা করা হয়। যার অংশ হিসেবে রেডিও স্বাধীনের পক্ষ থেকে অডিও-ভিডিও, অনলাইন ও অনগ্রাউন্ডে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমআই