মাহবুবুল আলম রিপন, ধামরাই : ধামরাইয়ে যাত্রীবাহি বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দূর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৭ জন। আহতরে মধ্যে দুই জনের অবস্থা গুরুত্বর।
বৃহষ্পতিবার (১ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন কবির।
ফায়ার সার্ভিস জানায়, ঢাকাগামী এসবি লিংক নামের একটি যাত্রীবাহি বাসের সাথে আরিচাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুত্বর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
হয়েছে। তাদের মধ্যে একজন মাইক্রোবাস চালক। এছাড়াও আরও অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন কবির জানান, বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ইক্রোবাস চালক ও এর পাশেই মাটিতে পরে থাকা অজ্ঞত একজনের অবস্থা খুবই গুরুত্বর। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সময় জার্নাল/এমআই