তিতুমীর কলেজ প্রতিনিধি:
সরকারি তিতুমীর কলেজে জুওলজি ক্লাবের ২য় বছর পূর্তি উপলক্ষে আলোচনাসভা, কুইজ প্রতিযোগিতা এবং দেয়ালিকার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) প্রাণীবিদ্যা বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক, ড. নিয়ামুল নাসের। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা, উপাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক শাবিনা ইয়াসমিন এবং বাংলাদেশ ছাত্রলীগ সরকারি তিতুমীর কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল।
মূল বক্তা অধ্যাপক ড. নিয়ামুল নাসের , "বিপন্ন প্রকৃতি,বিপন্ন পরিবেশ এবং আমরা" এই বিষয়ে প্রবন্ধ পাঠ করেন।
তিনি বলেন, মানুষ পৃথিবীতে আসার আগে যে সকল প্রজাতি ছিল, তাদের প্রাকৃতিক কারণ ছাড়া কোন বিপন্নতা বা বিলুপ্তি হয়নি। একটা পাহাড় কেটে ফেললে যেমন বানানো যায় না,তেমনি মানবসৃষ্ট কারণে একটা জীব বিলুপ্ত হলে সেই জীবটিকেও সৃষ্টি করা যায় না। প্রকৃতিতে জীব আমাদের প্রতিবেশের অংশ,আমরা প্রতিটি জীবকে সুরক্ষায় একসাথে কাজ করি,রক্ষা করি আমাদের বিপন্ন পৃথিবীকে।
অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা জুওলজি ক্লাব এর এমন উদ্যোগকে সাধুবাদ জানান। সেইসাথে অধ্যাপক, ড. নিয়ামুল নাসের স্যারের প্রবন্ধ পাঠের প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মহিউদ্দিন বলেন;বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী আয়োজন সত্যি অনেক গর্বের।বিপন্ন প্রকৃতি,বিপন্ন পরিবেশকে রক্ষা করতে পারলেই আমাদের নিজের অস্তিত্ব টিকে থাকবে।দেয়ালিকায় সাম্প্রতিক সময়ের বন্যপ্রাণীর বিভিন্ন তথ্যও নিজে তিনি পড়েন এবং অনেক প্রশংসাও করেন এসব কার্যক্রম দেখে।
আহ্বায়কের বক্তব্যে অধ্যাপক শাবিনা ইয়াসমিন বলেন;এমন আয়োজন যেন আমরা বারবার করতে পারি এবং নিয়ামুল নাসের স্যারের মতো গুণীজনদের আমন্ত্রণ জানিয়ে শিক্ষার্থীদের জানার ক্ষেত্র আরও সমৃদ্ধ হয়।
আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন; আমি এই প্রানিবিদ্যা বিভাগেরই শিক্ষার্থী, আমার ডিপার্টমেন্টের এমন আয়োজন সত্যিই অনেক প্রশংসার দাবি রাখে।আমাকে যখনই ডাকা হবে তখনই থাকবো আমার প্রিয় ডিপার্টমেন্টের অনুষ্ঠানে এবং যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবো।
উল্লেখ্য জুওলজি ক্লাব অব তিতুমীর, ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। প্রথম বছর বড় পরিসরে একটা ইভেন্ট আয়োজন করে কিন্তু করোনার জন্য দীর্ঘদিন কলেজ বন্ধ থাকায় তেমন কোনো আয়োজন করা সম্ভব হয়নি। তবে অনলাইনভিত্তিক কার্যক্রম চলমান ছিলো। দীর্ঘ দুই বছর পর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছোট পরিসরে এই আয়োজন করা হয়।
এমআই