সময় জার্নাল ডেস্ক :
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মাওলানা রুহুল আমিন।
বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আনোয়ার হোসাইন বলেন, খতিব নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী প্রস্তাব অনুমোদন দিয়েছেন।
উল্লেখ্য, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩ ফেব্রুয়ারি মারা যান।
সময় জার্নাল/ইএইচ