দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের মাছকান্দি গ্রামের এক তরুণী গণধর্ষনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ধর্ষকরা হলেন একই এলাকার রবি বলের ছেলে সাগর বল ওরফে রতন বল, বিমল গাইনের ছেলে বিক্রম গাইন, হারাধন মিস্ত্রীর ছেলে নয়ন মিস্ত্রী। এছাড়া সুবোধ বলের ছেলে শুভংকর বল (নাটু), সুবাস বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, রুপচাদ বিশ্বাসের ছেলে ধীমান বিশ্বাস ধর্ষণে সহযোগীতা করে ও মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।
গত মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে মাছকান্দি পরিত্যাক্ত ইটের ভাটায় এ ঘটনা ঘটে। এব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
স্কুল ছাত্রীর মা বলেন, আমার মেয়েকে ফলো করে মাছকান্দি ইটের ভাটায় কাছে গেলে ওরা জোর পূর্বক ঘোপের ভিতর নিয়ে ধর্ষণ করে। ৩ জন মিলে ধর্ষণ করে ও বাকি ৩ জন ভিডিও করে। ধর্ষণের ঘটনা কাউকে বললে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় ধর্ষকরা।
বৌলতলী তদন্ত কেন্দ্রের আইসি এইচএম জসিম উদ্দিন (ইন্সপেক্টর তদন্ত) বলেন, ভিকটিমের মা বাদী হয়ে মামলা করেছে এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা ধর্ষণের সহযোগী আসামী ধীমান বিশ্বাসকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
এমআই