লিয়ন রানা, সুন্দরগঞ্জ:
মমতা প্রকল্পের ব্যানারে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার মমতা প্রকল্প তারাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামন থেকে একটি র্যালি বের হয়। পরে সেটি ইউনিয়নের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যণ কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে মোকলেছুর রহমান এর সভাপতিত্বে ও সুরাইয়া আক্তার সুমির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ, To & CBS রুমা,সাংবাদিক লিয়ন রানা।
বক্তাগণ বলেন মনে রাখা দরকার যে, কেবল অসুখ না হওয়াকে স্বাস্থ্য বলা যায় না। কেবল মাত্র শরীরের দিক থেকে সুস্থ থাকাটাই স্বাস্থ্য নয়, মনের দিক থেকে ভালো থাকাটাও স্বাস্থ্যের মধ্যে পড়ে। আবার সমাজকে বাদ দিয়ে সুস্থভাবে বাঁচা সম্ভব নয়। তাই স্বাস্থ্য মানে হল শারীরিক, মানসিক ও সামাজিক ভাবে সুস্থ্য থাকা ।
শেষে গর্ভবতি মা ও শিশুদের স্বাস্থ্য নিয়ে কুইজ প্রতিযোগিতা হয়েছে।কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন ২০ জন। অংশ গ্রহণকারীরা গর্ভবতি মহিলা, গর্ভবতি মহিলার স্বামী ও শ্বাশুড়ি। বিজয়ী হন গর্ভবতি মহিলা ৩ জন,গর্ভবতি মহিলার স্বামী ৩ জন ও শ্বাশুড়ি ২ জন মোট ৮ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।
এমআই