স্পোর্টস ডেস্ক:
টস হেরে শুরু, এরপর হতাশার এক সেশন। বাংলাদেশের জন্য পোর্ট এলিজাবেথ টেস্ট কেমন হবে, ওই প্রশ্নের উত্তর দেওয়াটা এখনই কঠিন। তবে পথটা যে কঠিন হবে, এর প্রমাণই যেন মিলেছে শুরুতেই। দিনের প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার কেবল ১ উইকেটই নিতে পেরেছে বাংলাদেশ।
টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই অবশ্য বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল বেক থ্রু পাওয়ার। ইনিংসের তৃতীয় ওভারে খালেদের বল লাগে এরউইয়ের পায়ে। আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন। বাংলাদেশ অধিনায়ক তখন মিড অফে।
সেখান থেকে এসে আলোচনা করে রিভিউ নিতে চাইলে ততক্ষণে সময় শেষ হয়ে যায়। পরে টিভি রিপ্লেতে দেখা গেছে রিভিউ নিলে আউট হয়ে যেতেন এরউই। এরপর সেই খালেদই এনে দিয়েছেন সাফল্য।
১২তম ওভারের শেষ বলে এরউইকে লিটনের হাতে ক্যাচ বানান তিনি। ৪০ বলে ২৪ রান করে আউট হন তিনি। ভাঙে ৫২ রানের উদ্বোধনী জুটি। যদিও এতে দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি থেমে যায়নি।
কিগান পিটারসনকে নিয়ে পরে আরও ৫৫ রান যোগ করেছেন অধিনায়ক ডিন এলগার। তিনি অপরাজিত আছেন ৮০ বলে ৫৯ রান করে। ৪৮ বলে ২৪ রান করে অপরাজিত আছেন কিগান পিটারসন।
এমআই