তিতুমীর কলেজ প্রতিনিধি:
'বেকার থাকবো না একদিনও' এই শ্লোগান নিয়ে সরকারি তিতুমীর কলেজে 'নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে'র ক্যাম্পাসভিত্তিক উদ্যোক্ত ক্লাব উদ্বোধন করা হয়েছে। আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন শামিম হোসেন শিশির, সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
শুক্রবার (৯ এপ্রিল) সরকারি তিতুমীর কলেজে ফাউন্ডেশনটির 'গুলশান জোনে'র তত্বাবধানে মিটআপ, ইফতার ও উদ্যোক্তা ক্লাব প্রতিষ্ঠার আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ কেক কেটে ক্যাম্পাসভিত্তিক উদ্যোক্তা ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় নিজের বক্তব্যে তিনি বলেন, 'আমি তিতুমীর কলেজের সাবেক একজন শিক্ষার্থী। এই প্রতিষ্ঠানে "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের" উগ্যোক্তা ক্লাব প্রতিষ্ঠার বিষয়টি আমার জন্য অত্যন্ত আনন্দের।'
ইকবাল বাহার জাহিদ বলেন, 'বাংলাদশের বেকার সমস্যা কমিয়ে আনতে উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে আমার সংগঠন 'নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন'। এখানে বিনামূল্যে একজন সফল উদ্যোক্তা এবং একজন ভালো মানুষ গড়ে তোলার প্রশিক্ষণ দিয়ে আসছি। পড়ালেখা শেষ হওয়ার পর কাউকে যাতে বেকার থাকতে না হয় সেই লক্ষ্যে 'বেকার থাকব না একদিনও' এই শ্লোগানে ক্যাম্পাসভিত্তিক উদ্যোক্তা ক্লাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমার শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজে প্রথম উদ্যোক্তা ক্লাব প্রতিষ্ঠিত হলো। আমি আশাবাদি, এতে করে এই প্রতিষ্ঠানের উদ্যোক্ত হতে চাওয়া শিক্ষার্থীরা উপকৃত হবেন।'
এসময় শিক্ষার্থীদের "পার্ট টাইম উদ্যোক্তা" হিসেবে তৈরি করতে এবং দক্ষতা বৃদ্ধিতে বিনামূল্যে টানা ৯০ দিন প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেন তিনি। সরকারি তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধির হাতেকলম প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও বলেন তিনি।
'উদ্যোক্তা ক্লাব' নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, সরকারি তিতুমীর কলেজের অন্যান্য দায়িত্ব পেয়েছেন যথাক্রমে- যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন (তিতুমীর), সদস্য (ক্যাম্পাস মডারেটর)- সাকিব এ হাসান, মুক্তা আক্তার, মো. জাহিদ হোসেন, রকিবুল ইসলাম মৃনাল, সাদিয়া রহমান তন্নী, বিশ্বজিৎ বিশ্বাস ও মো. সোহান আলী সাদ।
এমআই