ইসাহাক আলী, নাটোর:
নাটোরের বড়াইগ্রামের জোয়ারী বাজারের পাশে বড়াল নদীতে কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ও মালামাল পারাপারের সুবিধার্তে দ্রুত ব্রীজ নির্মাণ কাজ সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি গ্রামের মানুষ।
সকালে জোয়ারী বাজারের অদূরে নির্মিতত্ব ব্রীজের সামনে নদী পাড়ে মানববন্ধনে মিলিত হন আশে পাশের কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ সময় তারা জানান, সম্প্রতি মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও কৃষিজাত পণ্য দ্রুত বাজারজাত করণের সুবিধার্তে জোয়ারী ও নটাবাড়িয়ার মাঝামাঝি এলাকায় প্রায় ৪২ লাখ টাকা ব্যয়ে একটি ব্রীজের কাজ শুরু করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু নিজের স্বার্থে ও নদীর জায়গা দখল করতে এলাকার কয়েকজন ভূমিদস্যু ব্রীজের এক পাশে রাস্তা না থাকার কারণ উল্লেখ করে বিভিন্ন দপ্তরে গোপনে অভিযোগ দিয়ে ব্রীজের কাজ বন্ধ করে দেন। কিন্তু এলাকাবাসীর দাবি , ব্রীজটি হলে জোয়ারী , নটাবাড়িয়া, কাছুটিয়া ও চর নটাবাড়িয়াসহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ স্থাপন হবে এই ব্রীজের মাধ্যমে। এছাড়া বিলের উৎপাদিত ফসল পরিবহন সহজ হওয়ার পাশাপাশি কৃষকের পরিবহন খরচ কমে আসবে।
এদিকে খোলা জায়গায় ব্রীজ নির্মানের জন্য রেখে দেয়া রড সিমেন্ট ও মালামাল নিরাপদহীনতায় নষ্ট হওয়ারও আশংকা করেন তারা। তাই আগামী বষার্র আগেই ব্রীজটি দ্রুত বাস্তবায়ন করার দাবি করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন জোয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা দুলাল উদ্দিন প্রামাণিক, শফিকুল ইসলাম দীনু সহ এলাকার গণ্যমান্যরা।
এমআই