খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে গণভবনের ভার্চুয়ালে অংশ নিয়ে গৃহহীনদের মাঝে এসব বাড়ি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে নীলফামারীর কিশোরগঞ্জে বড়ভিটা ইউনিয়নের টটুয়ার বারুনি এলাকার গৃহহীন ফুলবাসী বালা (৬৫) মুজিব ছায়া তলে পেলেন মাথা গোঁজার ঠাঁই।
এসময় গণভবনের ভার্চুয়ালে যুক্ত হোন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়,পুলিশ পরিদর্শক (তদন্ত)এস এম শরীফ,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু, বীর মুক্তিযোদ্ধা(সাবেক কমান্ডার) হাবিবুর রহমান হাবুল,জমি দাতা সুপারেন টেনডেন্ট মোজাফফর হোসেন, নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সুরক্ষা অফিসার গুলনাহার বেগম সহ,বিভিন্ন প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী প্রমুখ।
জানা যায়, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ৫২০টি থানায় গৃহহীনদের জন্য একটি করে বাড়ি নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার।যার নামকরণ করা হয় ‘মুজিব ছায়া’। সরকারী অর্থায়নে পুলিশ প্রশাসনের সার্বিক তত্বাবধানে এসব বাড়ি নির্মাণ করা হয়।
এমআই