নিজস্ব প্রতিবেদক:
ঈদযাত্রা সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাসের টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে। গাবতলী, কল্যাণপুর, কলেজ গেট, সায়দাবাদ, মহাখালী ও ফুলবাড়িয়া টার্মিনাল থেকে আগাম টিকিট বিক্রির প্রস্তুতি শুরু হয়েছে।
একমাত্র সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) কর্তৃপক্ষ আগামী সপ্তাহের মধ্যে আগাম টিকিট বিক্রির ঘোষণা দেবে। বিআরটিসি রাজধানীর মতিঝিল, মিরপুর, জোয়ারসাহারাসহ ১০টি ডিপো থেকে আগাম বাস টিকিট বিক্রি করবে বলে সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে।
রাজধানীতে বেসরকারি বাসের আগাম টিকিট বিক্রির প্রস্তুতির বিষয়ে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, আমাদের অ্যাসোসিয়েশনের সভা হয়েছে সোমবার। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২৬ এপ্রিল থেকে ২ মের বাস টিকিট ১৫ এপ্রিল থেকে বিক্রি করা হবে। শ্যামলী পরিবহন, হানিফ পরিবহনসহ বিভিন্ন কোম্পানির বাস পরিচালনাকারী কর্তৃপক্ষ কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রির প্রস্তুতি নিচ্ছেন।
করোনা সংক্রমণ কমে যাওয়ায় ঈদুল ফিতরকে সামনে রেখে বাড়ি যাওয়ার প্রস্তুতি ঘরে ঘরে শুরু হয়েছে। তার সঙ্গে সঙ্গতি রেখেই বাসের টিকিট বিক্রি শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রাজধানীর সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে বাস টিকিট বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পরিবহন সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।
এমআই