নিজস্ব প্রতিবেদক:
'উৎসবে আঁকি সুস্থ্য থাকি' প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ষবরণন ১৪২৯ উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও 'স্বাস্থ্যকর খাবার সবার অধিকার' শীর্ষক সেমিনারের আয়োজন করতে যাচ্ছে টনি খান ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট এন্ড কালিনারী ইনস্টিটিউট (টি.কে.আই.এস.ডি)।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে 'বাংলাদেশী মুসলমান'।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১০ টায় প্রতিযোগিতার উদ্বোধন করা হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও 'স্বাস্থ্যকর খাবার সবার অধিকার' এর পাশাপাশি 'নিজে ভালো থাকি সবাইকে ভালো রাখি' বিষয়ের উপর সেশান অনুষ্ঠিত হবে।
হেলথ হাইজিং, ফুড নিউট্রেশান, হেলদি ফুড রেসিপি ইত্যাদি বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করবেন বিশ্বখ্যাত সেফ টনি খান। নিজে ভালো থাকি সবাইকে ভালো রাখি বিষয়ের উপর আলোচনা করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল ইসলাম।
প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এশিয়ান টেলিভিশন, ৭১ টিভি, ইত্তেফাক, এশিয়ান এইজ, রেডিও স্বাধীন ও সময় জার্নাল।
সার্বিক সহযোগিতায় রয়েছে মোহাম্মদপুর থানা শিক্ষা অফিস।
সময় জার্নাল/ইএইচ