নতুনের কেতন : কালবৈশাখী ঝড়
|| রফিক উল আলম
নতুনের কেতন যেনো কাল বৈশাখী ঝড়
সবাই যদি ঘুরে দাড়াস পাবি প্রভুর বর !
ভয়-ভীতিকে করবি রে জয়
নবীন তোদের হবে না ক্ষয়
পুরাতন সব পিছন ফেলে সমুখ পানে চল ,
রাহুগ্রাস থেকে দেশকে মূক্ত করবি চল -
তোরা নবীন তোরা সৈনিক তোরাই শতদল ৷
কাল বৈশাখী রূপে তোরা ভেঙ্গে আবার গড়
অসুর যদি আসে তেড়ে ঝাপিয়ে তোরা পড়
তুলবি কাঁপন তাদের বুকে
আগল ভেঙে দিবি রুখে
উল্কা বেগে আয়'রে নবীন কাল বৈশাখী ঝড়
ভাঙ্গা গড়ার খেলা চলুক কিসের এত ডর ?
অসুন্দরের টুঁটি চেপে ধর'রে ভয়ঙ্কর !
বজ্র-সনে ঝড় তুফানে আসবি তোরা ধেয়ে -
করবি সিধা দূরাচার'দের তড়িৎ চাবুক দিয়ে
তোদের প্রলয় নাচন দেখে
ত্রাসে ভূলোক উঠবে হেঁকে
রুধির ঢেলে অসুন্দর"কে করবি তোরা জয় -
দেখবি তখন মৃত্যু তোদের করবে ভীষণ ভয় ৷
ধরার বুকে নবীন তোরা হবি মৃত্যুঞ্জয় !
অমর তোরা হবি তখন , হবি'রে অক্ষয় !
বসুন্ধরা , ঢাকা , ১৪/০৪/২০২২