সময় জার্নাল প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে চট্টগ্রাম নগরীতে সন্ধ্যা ৬টার পর থেকে ওষুধের দোকান ও কাঁচাবাজার বাদে অন্য সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান শুক্রবার (২ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তিনি জানান, আজ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাম নগরীতে ফার্মেসি ও কাঁচাবাজার ছাড়া হোটেল-রেস্টুরেন্ট, বিপণি বিতান, শপিং সেন্টারসহ সব ধরনের দোকানপাট বন্ধ রাখতে হবে।
তিনি আরও জানান, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে চট্টগ্রাম মহানগরী এলাকায় এ বিধিনিষেধ প্রযোজ্য। তবে অচিরেই পুরো জেলায় এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
বিষয়টি মনিটরিং করতে জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত ইতোমধ্যে মাঠে নামানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে শাস্তি দেওয়া হবে।
সময় জার্নাল/এমআই