ডাঃ সৈয়েদা সামিনা মেহজাবিন :
কেমিক্যাল পিলিং আধুনিক চিকিৎসা পদ্ধতির নাম। বর্তমানে সারা বিশ্বে জনপ্রিয় হয়েছে এর উপকারিতার জন্য। ব্রণ, ত্বকের দাগ, রোদে পোড়া দাগ, এজিং সহ আরো অনেক সমস্যার সমাধান পাওয়া যায় এই পিলিং এর মাধ্যমে। এতে আপনার ত্বক হবে উজ্জ্বল ও দাগহীন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার ত্বকের ধরন অনুযায়ী বিভিন্ন পিল সাজেস্ট করা হবে।
কেমিক্যাল পিলিং মূলত ত্বকের চিকিৎসা। যার মাধ্যমে বিভিন্ন রাসায়নিক উপাদান ত্বকে প্রবেশ করানো হয় এবং ত্বকের নানা সমস্যার সমাধান করা হয়। কেমিক্যাল পিলিং তিন ধরনের হয়ে থাকে।
যেমন
★ Superficial,
★ Medium পিলিং, এবং
★ Deep পিলিং
# কাদের প্রয়োজন
★ যারা অনেক বেশি রোদে থাকে, রোদে পোড়া দাগ হয়ে গেছে। এই রকম ত্বকের জন্য কেমিক্যাল পিলিং খুবই কার্যকর।
★ যাদের ত্বকে বিভিন্ন ধরনের পিগমেন্টেশন।
যেমন :
-মেছতা,
-কালো দাগ
-ব্রনের দাগ ইত্যাদি আছে, তাদের জন্য কার্যকর হয়
★ত্বককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ত্বকে কেমিক্যাল পিলিং করা হয়।
★ অনেক সময় স্কিন এ চিকিৎসক এর পরামর্শ ছাড়া অনেক ক্রিম ইউস করাতে মুখের সাভাবিক রঙ চেঞ্জ হয়ে যায়, তখন আমরা এটাকে স্টেরয়েড ফেস বলি। এই ধরনের ত্বক এ কেমিক্যাল পিলিং করা যেতে পারে।
শরীরের কোথায় পিলিং করা যায় :
★ মুখ
★হাত
★ ঘাড়
# কেমিক্যাল পিলিং এর কাজঃ
★ব্র ন নিরাময়ে সাহায্য করে
★ মেছতা দূর করে
★ ত্বককে উজ্জ্বল করে
★ ত্বক এর ধুলাবালি দূর করে
★ত্বক এর রোদে পোরা ভাব দূর করে
★ চোখের নিচের কালি দূর করে
★ বয়সের ছাপ দূর করে
স্কিনের এমন কোন প্রব্লেম থাকলে স্কিন ডাঃ এর সাথে পরামর্শ করে এই চিকিৎসা নিতে পারেন প্রয়োজন এ। আপনার স্কিন এর জন্য কোন পিলিং বেশি কাজ করবে সেটা ডাঃ ভালো সাজেস্ট করতে পারবেন।
লেখক পরিচিতি :
ডাঃ সৈয়েদা সামিনা মেহজাবিন
-এম বি বি এস, পিজিটি (ডার্মাটলজি)
-ডিওসি (ডার্মাটলজি ও ভেনেরাল ডিসিস)
-ফেলোশিপ ইন লেজার এন্ড অ্যাসথেটিক মেডিসিন (জার্মানি )
-স্পেশাল ট্রেনিং অন ডার্মাটোসার্জারি
-সার্টিফিকেট ট্রেনিং অন এস্থেটিক ডার্মাটোলজি( লেভেল-১)
- এস্থেটিক, ডার্মাটোলজি ফিজিশিয়ান অফ স্কিনোলোজিক স্কিন এন্ড হেয়ার কেয়ার
-কেন্দ্রিয় পুলিশ লাইন হাস্পাতাল।
সময় জার্নাল/ইএইচ