আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ৪ দিন ধরে বিক্ষোভ চলছে। শনিবার (১৬ এপ্রিল) রাতে স্টকহোম, মালমোসহ প্রধান প্রধান শহরে সহিংস ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ স্টেশনে পাথর নিক্ষেপ করেন।
গত বৃহস্পতিবার সুইডেনের কট্টর ডানপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদানের সংগঠন স্ট্রাম কুরস পরিকল্পিতভাবে প্রকাশ্যে মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন পুড়িয়ে দেয়। সংগঠনটি এমন কাজ আবারও করবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করে। এ ঘটনায় দেশটিতে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। রাস্তায় নেমে এসেছেন বহু মানুষ।
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর প্রকাশ করেছে বিবিসি। এতে বলা হয়েছে, বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। স্টকহোম, লিঙ্কোপিং ও নরকোপিং শহরের পাতাল রেলেও পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। পুলিশের বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
সুইডেন পুলিশের প্রধান কর্মকর্তা অ্যান্দ্রেস থ্রনবার্গ বলেছেন, বিক্ষোভকারীরা পুলিশের জীবনের পরোয়া করছেন না। তিনি বলেন, আমরা এর আগেও বহু বিক্ষোভ দেখেছি, কিন্তু এবারের মাত্রা ভিন্ন।
সময় জার্নাল/এলআর