মো: এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী বাজারে অতর্কিত হামলা চালিয়ে ওয়াদুদ আকবর গার্ডেন মার্কেটের মালিকসহ চারজনকে আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় সোমবার চার সন্ত্রাসীসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে ভুক্তভোগী আবুল কালাম আজাদ লিটন।
সন্ত্রাসীরা হলো; গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবদুর রশিদের পুত্র তোয়ান, কাদির মিয়ার পুত্র মহিউদ্দিন গাওয়া, গিয়াস উদ্দিনের পুত্র বাবু, তাজুল ইসলামের পুত্র নাঈমসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন।
চৌদ্দগ্রাম থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় গুণবতী বাজারে ‘গুণবতী গ্রাম উন্নয়ন কমিটি’র ইফতার ও নামাজ শেষে ওয়াদুদ আকবর গার্ডেনের বিভিন্ন বিষয় নিয়ে মার্কেটের মালিক আবুল কালাম আজাদ লিটনসহ কয়েকজন কথা বলছিল। হঠাৎ করে সন্ত্রাসী তোয়ান, মহিউদ্দিন গাওয়া, বাবু ও নাঈমের নেতৃত্বে অজ্ঞাতানামা ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মার্কেটের ভিতর প্রবেশ করে আলী আহাম্মেদ নামের এক ব্যক্তিকে জোরপূর্বক টেনে হেঁছড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় লিটন, আবদুল ওয়াদুদ দুলাল, কুতুব জিলানী, হাজী আবদুল মান্নান, গোলাম হোসেন বাঁধা দিয়ে সন্ত্রাসীদের কবল থেকে আলী আহাম্মদকে উদ্ধার করে। এতে ক্ষীপ্ত হয়ে সন্ত্রাসীরা অস্ত্রসস্ত্র নিয়ে ওয়াদুদ আকবর গার্ডেনে অবস্থানরত আবুল কালাম আজাদ লিটন, আবদুল আওয়াল বাবুল, জয়নাল আবেদীনের পুত্র জালাল উদ্দিন ও আকতারুজ্জামান রুবেলের উপর অতর্কিত আক্রমণ করে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। হামলায় অন্তত ৪ জন আহত হয়েছে। এ সময় সন্ত্রাসীরা নগদ ১৩৬০০ টাকা ছিনিয়ে নেয়াসহ মার্কেটে ভাংচুর চালিয়ে ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। খবর শুনে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা মার্কেটের মালিক লিটনসহ আহতদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এমআই