খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার কিশোরগঞ্জ মহিলা কলেজে ইফতার,বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএপির আহবায়ক আলহাজ আব্দুল গফুর সরকার, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএপির সদস্য সচিব শাহীন আকতার,কিশোরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এ কে এম তাজুল ইসলাম ডালিম,যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম দুলু,উপজেলা ছাত্রদলের আহবায়ক ইবনে সাঈদ সুজন,যুগ্ম সদস্য সচিব রাসেল প্রামানিক প্রমূখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে ৬ শ’ নেতা কর্মীদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
এমআই