নাটোর প্রতিনিধি:
নাটোরে স্বাধীনতার ৫৫ বছর পদার্পনে মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার দুপুরে শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্তরে জেলা জামায়াতের উদ্দ্যোগে র্যালি পূর্ব সমাবেশে জামায়াতে ইসলামীর শহর শাখার সেক্রেটারী আলী আল মাসুদ মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-২ সদর আসনের এমপি প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল, শহর আমীর মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর থানা আমীর মাওলানা মীর নুরুন্নবী, নলডাঙ্গা থাসা আমীর মাওলানা আব্দুর রব মৃধা ও ছাত্রশিবিরের জেলা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ পার হলেও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা উপভোগ করতে পারেনি। মানুষ যদি প্রকৃত স্বাধীনতা উপভোগ করতে চায় তাহলে আধিপত্ত্যবাদী,সন্ত্রাস, চাঁদাবাজ, ঘুষ ও দূর্ণীতিমুক্ত দেশ প্রেমিক দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। একটি মহল আবারো দেশকে অস্থিতিশীল করতে সেই নতুন বয়ান শুরু করেছে।
একবিন্দু রক্ত থাকা পর্যন্ত এই দেশকে নিয়ে আর কোন ষঢ়যন্ত্র আমরা মেনে নিবোনা। আর কোন আধিপত্ত্ববাদীদের হাতে জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দেবেনা।
সমাবেশ শেষে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্তরে গিয়ে শেষ হয়।
এমআই