সর্বশেষ সংবাদ
মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
অবৈধ্য ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক নারী-পুরুষসহ ৫ ভারতীয় নাগরিককে ৮ থেকে ২৬ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তাদের দেশ
ভারতে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন মাদক মামলার আসামি, তিন বছর কারাভোগ শেষে তাকেও তার দেশ ভারতে পাঠানো হলো।
আজ বুধবার বেলা ১১টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের দেশ ভারতে পাঠানো হয়। ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শুণ্য রেখা বাংলাদেশের ইমিগ্রেশন
কর্তৃপক্ষ ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করে। এসময় বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ বদিউজ্জামান জানান, আটক এসব ভারতীয় নাগরিকরা নওগাঁর পোরসা সীমান্তসহ বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ্য ভাবে বাংলাদেশে অনুপবেশ করলে সীমান্তে কর্তরত বিজিবি সদস্যরা তাদের আটক
করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালত অনুপ্রবেশের দায়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ খায়রুল বাসার জানান, এসব ভারতীয় নাগরিকদের কারাভোগ শেষে আইনি প্রকৃয়ার মাধ্যমে আজ তাদের ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়। এদের মধ্যে একজন মাদকের মামলায় আটক হয়েছিলো। তিন বছর কারাভোগের পর তাকেও তার দেশ ভারতে ফেরত পাঠানো হলো।
ফেরত পাঠানো ভারতীয় নাগরীকরা হলো- বর্ধমান জেলার নরেন হাসদার ছেলে সামিউল হাসদা, মুর্শিদাবাদের একরাম মার্ডির ছেলে রুবেল মার্ডি, মন্টু মুর্মু’র স্ত্রী শান্তনা মুর্মু, দক্ষিণ-দিনাজপুর হিলি’র হোপনা হেমের ছেলে লিপলাল হেম এবং আসামের ডুবরী এলাকার শহিদুর রহমানের ছেলে নূর আমিন
শেখ।
এমআই
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল