বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের মধ্যমণি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ‘বায়োপিক’ নির্মিত হচ্ছে। গত ২০ মার্চ ক্রিকফ্রেনজি লাইভে একথা জানান সাকিব নিজেই। তবে করোনা মহামারির কারণে ‘বায়োপিক’ নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে কিছু সূত্রে নিশ্চিত হওয়া গেছে, সাবিকের ‘বায়োপিক’টি বাংলাদেশ থেকে নয়, নির্মিত হবে বলিউড থেকে। আন্তর্জাতিক মান বজায় রেখে এটি নির্মাণ করবেন বলিউডেরই কোনো পরিচালক। তবে সাকিবের চরিত্রে দেখা যাবে বাংলাদেশেরই কোনো অভিনেতাকে। যদিও কলাকুশলী এখনও চূড়ান্ত হয়নি।
জানা গেছে, চলচ্চিত্রটির প্রযোজনার সঙ্গে যুক্ত হতে পারেন সাকিব নিজেই। আপাতত চলছে এর পূর্বপ্রস্তুতি। লেখা শুরু হয়েছে চিত্রনাট্য। এজন্য সাকিব আল হাসানের নানা তথ্যানুসন্ধান করছে প্রোডাকশন টিম।
‘বায়োপিক’-এ মাগুরার ছেলে সাকিব আল হাসানের বিশ্বসেরা ক্রিকেটার হওয়ার গল্প ফুটে উঠবে। থাকবে নানা বাঁক ও উত্থান-পতনের গল্প।
প্রসঙ্গত, তারকাদের বায়োপিক নতুন কিছু নয়। নানা অঙ্গনের অনেক তারকার জীবনই উঠে এসেছে সিনেমার পর্দায়। উপমহাদেশে আজহারউদ্দীন, শচীন টেন্ডুলকার, মাহেন্দ্র সিং ধোনির বায়োপিকও দর্শকপ্রিয়তা পেয়েছে।
সময় জার্নাল/আরইউ