মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

প্রতিদিন ১০ হাজার ডলার জরিমানা গুনতে হবে ট্রাম্পকে

সোমবার, এপ্রিল ২৫, ২০২২
প্রতিদিন ১০ হাজার ডলার জরিমানা গুনতে হবে ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক :

কর ফাঁকির মামলায় তলব করা নথি জমা না দেওয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদিন ১০ হাজার মার্কিন ডলার করে জরিমানা করেছে আদালত। স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের একটি আদালত ট্রাম্পকে এ অর্থদণ্ড দেন। খবর ডেইলি সাবাহর।

নথি জমা দেওয়ার নির্ধারিত তারিখ ছিল গত ৩ মার্চ, পরে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ মার্চ পর্যন্ত আরেক দফা সময় বাড়ানো হয়।

এর পরও তলব করা নথি জমা না দেওয়ায় এবং আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা না দেওয়ায় সোমবার বিচারপতি অর্থার এনগোরোন ট্রাম্পকে জরিমানা করে এ রুল জারি করেন।    

ট্রাম্পের আইনজীবী এলিনা হাবা বলেন, আদালতের এ রুলিংয়ের ব্যাপারে উচ্চ আদালতে তারা আপিল করবেন।

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল