রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রাজীবপুরে উপজেলায় মঙ্গলবার দিবাগত রাতে আকস্মিক ঝড়ে বসতবাড়ি বিধ্বস্ত সহ ফসলের ক্ষতি হয়েছে। এসময় সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী গ্রামে গাছচাপায় সুফিয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু ঘটেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে ওই গৃহবধূর ওপর। সঙ্গে সঙ্গে তাঁকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত গৃহবধূর স্বামী দুলাল মিয়া তাঁদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতের বেলা হঠাৎ করেই ঝড়ে উঠে আসে।এসময় উপজেলা বিভিন্ন ইউনিয়নে বাড়িঘর ধসে পড়ে গাছপালা ভেঙে যায় এবং মাঠে বিভিন্ন ধরনের সবজি ও ফসলের ক্ষতি হয়।
রাজীবপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঝড়ে কৃষকদের ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানতে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে।
রাজীবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী বলেন নিহত ওই নারীর পরিবারের প্রতি প্রতি সমবেদন জানিয়ে সরকারিভাবে সাহায্যের আশ্বাস দেন।এবং ঝড়ের ক্ষয়ক্ষতি নিরুপনে বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধিরা কাজ করছেন বলেন নিশ্চিত করেন তিনি।
এমআই