মো: মঈন উদ্দিন রায়হান, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ইজিবাইক চালককে গলাকেটে হত্যা মামলা প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশের একটি দল উপজেলার রাঙ্গামাটিয়া কাজি পাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি
থেকে হত্যা মামলার প্রধান আসামী আব্দুল হালিম (২৫) কে শনিবার (৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে গ্রেফতার করেছে পুলিশ।
ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) মোর্শেদুল হাসান খান বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল হালিম হত্যাকান্ডে নিজের সম্পৃক্তার কথা
স্বীকার করেছে এবং অন্যান্য আসামীদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে।
তিনি আরো জানান, এই মামলার অনান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের টান পাহাড় এলাকায় নাজমুল ইসলাম (২৬) নামে এক ইজিবাইক চালককে গলাকেটে হত্যা করে অটো ছিনতাই করে দুর্বৃত্তারা। এই ঘটনায় নিহতের পিতা হেলাল উদ্দিন বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
সময় জার্নাল/এমআই