মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
প্রতিবছরের ন্যায় এবার ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার আকবর হোসেন শাহনাজ এর পক্ষ থেকে অসহায় হতদরিদ্র, সুবিধা-বঞ্চিত নিন্মআয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২৯ এপ্রিল সকাল ১০ টায় ২ নং চরবাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে শাহনাজ মেম্বার এর নিজ বাড়ীতে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দানবীর শাহনাজ বলেন, ঈদে অনেক মানুষ ভালো একটি বস্ত্রের অভাবে ঈদ করতে পারেনা, আমি প্রতিবছরের মত এবারও ঈদ বস্ত্র বিতরণ করেছি। সুবর্ণচরের সকল বিত্তবানরা এগিয়ে এলে এসব হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। পরে তিনি ১০ হাজার নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
ঈদ সামগ্রী গুলা অত্যানন্ত উন্নত মানের তাই খুশি জনসাধারণ, তারা বলেন প্রতিবারের মত এবারও শাহনাজ মেম্বার আমাদের ঈদ সামগ্রী দিলেন, আমরা খুশি, দোয়া করি আল্লাহ তার দানকে কবুল করুন।
সময় জার্নাল/এলআর