সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বজুড়ে দৈনিক করোনায় আগের দিনের তুলনায় মৃত্যু এবং আক্রান্ত শনাক্তের সংখ্যা দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখের বেশি মানুষ।
রোববার (৮ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৬৯ লাখ ৫ হাজার ৩৭৬ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৭৫ হাজার ৬৪৯ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪০৬ জন এবং মৃত্যু হয়েছে ১০২ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৮৭ জন এবং শনাক্ত হয়েছেন ৩১ হাজার ১৪৩ জন। ইতালিতে আক্রান্ত ৪০ হাজার ৫২২ জন এবং মৃত ১১৩ জন। রাশিয়ায় আক্রান্ত ৫ হাজার ৫০০ জন এবং মৃত্যু ১৩২ জন, দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৩৯ হাজার ৫৫২ জন এবং মৃত্যু ৮৩ জন। থাইল্যান্ডে মৃত ৫৮ জন এবং আক্রান্ত ৮ হাজার ৪৫০ জন। ব্রাজিলে মৃত ৩৬ জন এবং আক্রান্ত ১৪ হাজার ৬২২ জন। জাপানে মৃত ৩৫ জন এবং আক্রান্ত ২৩ হাজার ৬১৫ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
সময় জার্নাল/ইএইচ
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল