স্টাফ রিপোর্টার, সময় জার্নাল : স্বাস্থ্য সেবা বিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং ভূমি আপিল বোর্ডের তিন সচিবকে রদবদল করেছে সরকার।
রোববার (৪ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। তার স্থানে পদায়ন করা হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. মোকাব্বির হোসেনকে সুরক্ষা সেবা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।
সময় জার্নাল/আরইউ