মুরাদ ইমাম কবির, হিলি: লকডাউনেও চালু থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। অন্যান্য দিনের মতোই চলবে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি ও ছাড় করণ কাজ। ফলে বন্দরে পেঁয়াজ, চাল, গম, ভূট্টা, পাথরসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি অব্যাহত থাকবে। বন্দর থেকে পণ্য ট্রাকে বোঝাই করে দেশের অভ্যন্তরে পৌছাতেও সরকারের কোন বাঁধা-নিষেধ নেই।
হিলি স্থলবন্দরের সে-সরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লকডাউন চলাকালে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার কোন সরকারি নির্দেশনা না আসায় বন্দরের আমদানি-রফতানি, পণ্য ট্রাকে উঠা-নামার কাজ স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক নিয়মেই চলবে।
হিলি স্থলবন্দরের কাস্টমসের ডিপুটি কমিশনার সাইদুল আলম জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে বন্দরের আমদানিকৃত পণ্য ছাড় করণ কাজ চালু থাকবে। দেশে নিত্যপ্রয়োজনীয় পন্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পন্য দ্রুত ছাড় করণ করা হচ্ছে।
এদিকে মান্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় জরুরি পরিশেবার হিসেবে দেশের সকল বন্দর গুলোকে লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। ফলে বন্দরের কার্যমক্রম পরিচালনায় কোন বাধা-নিশেধ নাই।
সময় জার্নাল/আরইউ