মুরাদ ইমাম কবির, হিলি : দিনাজপুরের হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় দোকানি-পথচারীসহ ১১ জনকে ১ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অনেকর মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
রোববার (৪ এপ্রিল) বিকেলে হিলি বাজার ও চারমাথা মোড়ে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদেরকে এই জরিমানা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় হিলি বাজার ও চারমাথা মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এসময় দোকানি ও পথচারীসহ ১১জনকে ৭টি মামলায় ১ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, ‘অর্থদণ্ড প্রদানের মূল উদ্দেশ্য ছিল না, মাস্ক বিতরনের মাধ্যমে জনগনকে সচেতন করার চেষ্টা করছি। আমরা আশা করছি মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলবে ও করোনার যে প্রকোপ দেখা দিয়েছে তা থেকে হিলিকে রক্ষা করতে পারবো।’
সময় জার্নাল/আরইউ