গোলাম আজম খান, কক্সবাজার প্রতিনিধি:
বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ সেন্টমার্টিন্স দ্বীপের অদুরে সাগরে মালয়েশিয়া যাওয়ার পথে ৩৩ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে। একই সময় সেন্টমার্টিন্স দ্বীপের ছেরা দ্বীপ উপকূলে অভিযান চালিয়ে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা সহ ১০ মাদক কারবারিকে আটক করেছে।
নৌবাহিনীর জনসংযোগ অফিস থেকে জানানো হয় গতকাল বুধবার ১৮ মে গভীর রাতে নৌবাহিনীর জাহাজ আলী হায়দার সেন্টমার্টিন্স দ্বীপের অদুরে সাগরে টহল দেয়ার সময় সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ৩৩ জন রোহিঙ্গাকে উদ্ধার করে। রোহিঙ্গাদের মধ্যে ১ শিশু ১২ জন মহিলা রয়েছে। তারা একটি বোটে করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য গভীর সাগরে অবস্থানরত বড়ো জাহাজের দিকে যাচ্ছিল।
এসব রোহিঙ্গাদের প্রাথমিকভাবে চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পরে তাদের সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নৌবাহিনী জানায় গতকাল ১৮ মে রাত ৮টায় টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য সাগর পথে রওয়ানা দেয় বলে তারা জিজ্ঞাসাবাদে জানায়।
অপর দিকে নৌবাহিনীর টহল টিম গতরাতে সেন্ট মার্টিনের কাছে ছেরা দ্বীপের কাছে আরেকটি নৌকা থেকে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে । এ সময় ১০ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- শাহজালাল, ইলিয়াস, কালা মিয়া, মোঃ রফিক, মোঃ আব্দুর রহিম, রবিউল হাসান, মোঃ ইব্রাহিম, আঃ শুক্কুর, জসিম উদ্দিন ও রফিক।
সময় জার্নাল/এলআর