এমডি মকবুল, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন আল্লামা ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দায়েরকৃত মিথ্যা মামলা অভিযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গজারিয়া উপজেলা সর্বস্তরের মুসলিম উম্মহ তৌহিদী জনতা ।
তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশ, গজারিয়া উপজেলা শাখা কমিটি কর্মীদের উদ্যোগে শুক্রবার জুম্মার নামাজ পর এই কর্মসূচি পালন করা হয়। অংশগ্রহণকারী তৌহিদী জনতার দাবি তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমির আল্লামা ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী গত ১৪ মে২০২২ইং ১১৬ জন আলেমদের বিরুদ্ধে ধর্মব্যবসা অভিযোগ করে দুর্নীতি দমন কমিশনে গণকমিশনের শ্বেতপত্র প্রদান বিষয়ক অনুষ্ঠিতব্য আল্লামা ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশের উম্মাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন।
আল্লামা ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী অথেন্টিক সোর্স ও নির্ভরযোগ্য তথ্য উপাত্তের মাধ্যমে গণকমিশনের তথাকথিত শ্বেতপত্র প্রদানকে মিথ্যা প্রমাণ করেন। সেই সূত্র ধরে আল্লামা ডঃ এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশ, গজারিয়া উপজেলা শাখা কমিটি ও তৌহিদী মুসলিম উম্মাহ জনতার এই মানববন্ধন কর্মসূচি পালন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ নিজাম ভূঁইয়া, মাহবুবুল শাহিন, সুরুজ গাজী, দাউদকান্দি থানা তাহরিকে খতমে নবুয়াত সভাপতি ,আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হাছান, সাজিদুল বাড়ি, আব্দুল হাই, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, আবু সাঈদ, মো:খোরশেদ প্রমুখ। অনুষ্ঠান কর্মসূচি সঞ্চালনায় ছিলেন তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশ গজারিয়া শাখা কমিটির সাধারণ সম্পাদক জিএস শাহীন ।
সময় জার্নাল/এলআর