মাহমুদুল হাসান, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাব 'সর্বদা সত্যের সন্ধানে' স্লোগানকে সামনে রেখে তিন বছর শেষ করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে।
করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় তারা রবিবার (৪ এপ্রিল) তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম স্থগিত রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফটো কনটেস্ট ও লেখা আহ্বানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
সংগঠনের সভাপতি মাহফুজ কিশোর সংগঠনের চতুর্থ বর্ষে পদার্পন সম্পর্কে বলেন, ২০১৮ সালের ৪ এপ্রিল থেকে দেখতে দেখতে সাফল্যের ৩ বছর পেরিয়ে ৪র্থ বর্ষে পা রাখলো প্রিয় সংগঠনটি। মূলধারার সাংবাদিকতা চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতির কল্যাণে নিবেদিত থেকেই আমরা কাজ করে যেতে চাই।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার নোবেন বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা মূলত শেখার জন্য। ক্যাম্পাসের নানা দিক বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরে নিজের দক্ষতাকে শাণিত করা ও আগামীর প্রস্তুতি নেওয়ার জন্যই ক্যাম্পাস সাংবাদিকতা। মোহ ও লোভের বাইরে থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকতা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষানবিশ সাংবাদিকদের একটি মিলনমেলা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। যার লক্ষ্য নৈতিকভাবে সাংবাদিকতা অনুশীলন। ৪র্থ বর্ষে পদাপর্নের এই ক্ষণে প্রেসক্লাব এই ধারা অব্যাহত রাখবে বলেই প্রত্যাশা রাখছি।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব প্রতিষ্ঠা লাভ করে।
সময় জার্নাল/এমআই