মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
"পুলিশই জনতা-জনতাই পুলিশ" এ শ্লোগানে নোয়াখালী সুবর্ণচরে আইনশৃঙ্খলা উন্নতিকল্পে চরজব্বর থানার আয়োজনে 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) উপজেলার চরজব্বর থানা এরিয়ায় বিভিন্ন শ্রেনী পেশার প্রায় তিন শত শত মানুষের উপস্থিতিতে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এসময় চরজব্বর থানার এসআই দীপকের সঞ্চালনায় চরজব্বর থানার অফিসার ইসচার্জ (ওসি) মো. জিয়াউল হক তরিক খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা।
অন্ষ্ঠুানে নানা সমস্যা এবং সমাধান বিষয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সদস্য ডা. আবদুর রব, সদর সার্কেল মীর হোসেন (এএসপি), সুবর্ণচর উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা চৌধুরী, থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও ২নং চরবাটা চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, চরজুবলী চেয়ারম্যান সাইফুল্যাহ খসরু, চরক্লার্ক চেয়ারম্যান আবুল বাশার, চর আমান উল্যাহ চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রমূখ।
জনসাধারণের পক্ষে আইনশৃঙ্খলা সার্বিক বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন, মোহাম্মদপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড মেম্বার বাহার, চর আমান উল্যাহ ৩নং ওয়ার্ড মেম্বর ছিদ্দিক উল্যাহ।
অন্যানদের মধ্য আরো উপস্থিত ছিলেন সমগ্র উপজেলার ইউপি সদস্যগণ, গ্রামপুলিশ, সাংবাদিক, রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী-পুরুষ সহ অন্যান নেতৃত্ব।
সকলের উপস্থিতিতে চরজব্বর থানাধীন বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাবনা আলোচনা করেন।
এসময় রোহিঙ্গা পাচার বন্ধে মোহাম্মদপুর ইউনিয়নে একটি পুলিশ ক্যাম্প, চরজুবলী, চরজব্বরে ২ টি পুলিশ করার দাবী জানান বক্তারা।
সময় জার্নাল/এলআর