কর্পোরেট প্রতিবেদক : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত ফর্মুলায় তৈরি মানসম্মত হ্যান্ড স্যানিটাইজার। তাই অফিস, আদালত, ব্যাংক, এনজিও, হাসপাতাল, গার্মেন্টস, মসজিদ, মন্দির ও বাড়িঘরের সকলের সুরক্ষার জন্য শতভাগ জীবাণুনাশক হ্যান্ড-স্যানিটাইজার/হ্যান্ড-রাব বাজারে নিয়ে এলে সেইফ কেম ইনোভেশন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নির্দেশিত ফর্মুলা অনুযায়ী শতভাগ গ্যারান্টিসহ ৭৫% আইসো-প্রোপাইল এলকোহল যুক্ত হ্যান্ড-স্যানিটাইজার/হ্যান্ড-রাব দেশব্যাপী বাজারজাতকরণের লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি জেলায় ডিলার (পরিবেশক) নিয়োগ দিচ্ছে সেইফ কেম। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ২৫০ মিলি, ৫০০ মিলি, ১ লিটার, ৫ লিটার, ১০ লিটার, ২০ লিটার, ৫০ লিটার, ১০০ লিটার, ২০০ লিটারসহ বিভিন্ন সাইজের হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করছে প্রতিষ্ঠানটি। এছাড়াও Ultrasonography Gel, Liquid Hand Wash ইত্যাদি সরবরাহ করছে সেইফ কেম।
আগ্রহী ব্যবসায়ীদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ড, ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপিসহ আগামী ১৫ এপ্রিলের মধ্যে নিন্ম ঠিকানায় অথবা মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা : সেইফ কেম ইনোভেশন, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা, বাংলাদেশ।
হট লাইন : ০১৬৮১-১১২২২৪
সময় জার্নাল/এসএ