মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী পালন উপলক্ষে দিনাজপুর সদর উপজেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠতি হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) জেল রোডস্থ দলীয় কার্যালয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আবু বকর সিদ্দিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর মুরাদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খালেকুজ্জামান বাবু, আলহাজ¦ মাহবুব আহম্মেদ।
সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক বাবু চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় সদর উপজেলা বিএনপি’র ১০টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বক্তব্য রাখেন।
সভায় বিস্তারিত আলোচানা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে কুরআনখানি, কালো ব্যাচধারণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, আলোচনা সভা, দোয়া মাহফিল, গরিব-অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ ইত্যাদি। সভায় সদর উপজেলার ১০টি ইউনিয়নে এসব কর্মসূচী বাস্তবায়নে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করা আহবান জানানো হয়।
আলোচনা শেষে দিনাজপুর জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, যুগ্ম সম্পাদক মুরাদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্নাকে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করায় সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় সদর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির নেতৃবন্দসহ ১০টি ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর