মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় স্বামীর বিরুদ্ধে তার অন্তস্বত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকার টেকেরহাটে এঘটনা ঘটে।
নিহত গৃহবধুর নাম আশরাফুন্নেছা বেগম (৩০)। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের শফিকুল গাজীর স্ত্রী। তিনি ৬ মাসের অন্তস্বত্ত্বা ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, স্বামী শফিকুল ইসলাম নির্যাতন করে তাকে হত্যা করেছে। তবে শফিকুলের পরিবার এটি কে আত্মহত্যা বলে প্রচার দিচ্ছেন। স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
গাবুরা ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বর মশিউর রহমান জানান, শফিকুল গাজীর দুইজন স্ত্রী। মাঝেমধ্যে প্রথম স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। দ্বিতীয় স্ত্রীর পরামর্শে সে প্রথম স্ত্রী আশরাফুন্নেছা বেগমকে চার মাসের গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় তাকে বেদম মারপিট করে। এরপর সোমবার (২৩ মে) তাকে মারপিট করে চলে যায়। রাতে আবারও প্রথম স্ত্রী আশরাফুন্নেছার কাছে আসে শফিকুল।
তিনি বলেন, মঙ্গলবার ভোররাতের দিকে প্রথমে স্ত্রী আশরাফুন্নেছা বেগমকে মারপিট করে শফিকুল। ধারনা করা হচ্ছে পরে তাকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এখন তারা বাঁচার জন্য আত্মহত্যার প্রচার দিচ্ছেন। এলাকাবাসী শফিকুল গাজীকে আটক করে রেখেছেন। সে এভাবে ঘটনার বর্ননা দিয়ে হত্যার কথা স্বীকার করছে বলে স্থানীয়রা জানান।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি তদন্ত ছাড়া বলা যাবে না।
সময় জার্নাল/এলআর